সোনাগাজী প্রতিনিধি :
ফেনীর সোনাগাজীতে ফলদ বৃক্ষ মেলা উদ্বোধন করেন ফেনী-৩আসনের সাংসদ মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন,বাংলাদেশ সবসময় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবে ঝুঁকিপুর্ন অবস্থানে আছে। এর মোকাবেলায় আমাদেরকে প্রচুর পরিমানে বনায়ন করতে হবে। সরকারের পাশাপাশি ব্যাক্তিগত উদ্যোগে বনজ ও ফলদ বৃক্ষ রোপন করতে হবে।
শনিবার সকালে সোনাগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উক্ত উদ্বোধনি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ।
উপজেলা কৃষি সম্প্রসারন দপ্তর আয়োজিত অনুষ্ঠানে নির্বাহী অফিসার সোহেল পারভেজ’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার, কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন,মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ, উপজেলা আ’লীগ সভাপতি মফিজুল হক প্রমুখ।
এসময় ২শ শিক্ষার্থীর মাঝে ফলদ বৃক্ষের চারা বিতরণ করেন অতিথিবৃন্দ।