রাউজানে দিন দুপুরে দৈনিক পূর্বকোণের সহ-সম্পাদক মোটর সাইকেল চুরি

 

 

মোহাম্মদ আলাউদ্দীন>>>

রাউজানে দিন দুপুরে নিজ বাড়ী থেকে দৈনিক পূর্বকোণের সিনিয়র সহ-সম্পাদক,  রাউজানটাইমস ২৪ ডটকম ও রাউজানের প্রিয়কাগজ সম্পাদক জাহাঙ্গীর টুটুলের মোটর সাইকেলটি চুরি হয়েছে। ১১ আগস্ট শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ব্রা‏‏ম্মণহাট বাজারের দক্ষিণে এ ঘটনা ঘটে।

সাংবাদিক জাহাঙ্গীর টুটুল বলেন, শুক্রবার বিকেল ৫টার দিকে বাড়ীর সামনে ডিসকোভার ১১-৩৮০৫ মোটর সাইকেলটি তালা মেরে রেখে ঘরে ঢুকে। আধাঘণ্টা পর বেরিয়ে যেতে দেখে গাড়ীটি নেই। অনেক খোঁজাখুজির পর না পেয়ে রাউজান থানায় চুরির ঘটনা জানায়। রাউজান থানার ওসি কেফায়াত উল্লাহ বলেন, অভিযোগ পাওয়ার পরপরই সব থানায় ম্যাসেজ পাঠানো হয়েছে। মোটর সাইকেল টি উদ্ধারের জোর তৎপরতা চালাচ্ছে পুলিশ।

এদিকে দিনদুপুরে বাড়ীর আঙ্গীনা থেকে সাংবাদিকের মোটর সাইকেল চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাউজান প্রেসক্লাব নেতৃবৃন্দরা। তারা পুলিশ প্রশাসনকে ততপর হয়ে চোর সনাক্ত করে ও মোটর সাইকেল উদ্ধারের জোর দাবী জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *