সোনাগাজী (ফেনী) প্রতিনিধি :
সোনাগাজী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলাস্থ ভিডিও কনফারেন্স রুমে ১৮ জানুয়ারি সকাল ১০টায় টেকসই উন্নয়নের লক্ষ্যে সোনাগাজীর উন্নয়ন মহা পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোনাগাজী উপজেলা পরিষদের আয়োজনে উপজেলাস্থ ভিডিও কনফারেন্স রুমে ১৮ জানুয়ারি সকাল ১০টায় টেকসই উন্নয়নের লক্ষ্যে সোনাগাজীর উন্নয়ন মহা পরিকল্পনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। তিনি বলেন, দারিদ্র বিমোচন, বেকারত্ব হ্রাস, নির্মানাধিন বঙ্গবন্ধু অর্থনৈতিক অঞ্চল দ্রুত বাস্তবায়ন, উপকুলিয় এলাকায় আউটার বেড়িবাঁধ নির্মান, সমুদ্র ও নৌবন্দর স্থাপন সহ প্রয়োজনীয় টেকশই উন্নয়নের পরিকল্পনার ছক প্রণয়ন করে বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহেল পারভেজ’র সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরণ, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন মিলন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মাইন উদ্দিন, সরকারি প্রাথমিক শিক্ষ সমিতির সভাপতি হুমায়ুন কবির প্রমুখ।
এসময় বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, কবি, সাহিত্যিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধি সহ সুশীল সমাজের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে আগামী ৫বছরের জন্য সোনাগাজী উপজেলার উন্নয়ন মহা পরিকল্পনার ছক তৈরি করা হয়।
#বাংলারদর্পন।