এমরান পাটোয়ারী:
ফেনীতে জাতীয় ভ্যাট সপ্তাহের সমাপনি অনুষ্ঠান ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার পালন বরেছে ফেনীস্থ কাষ্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ। পরনির্ভরশীলতার দিন শেষ, ভ্যাট দিয়ে গড়ব দেশ এই শ্লোগানকে সামনে নিয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সভাপতি আয়নুল কবির শামীম।
কাষ্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনীর ডেপুটি কমিশনার মো. আবুল হোসেন সরদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর সহ-সভাপতি আলহাজ্ব গোলাম মাওলা, ফেনী শহর ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী মহি উদ্দিন খাঁন, স্টার লাইন গ্রুপের পরিচালক মাঈন উদ্দিন।
রাজস্ব কর্মকর্তা শিশির কুমার পাল এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ফেনী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ পরিচালক আলহাজ্ব আবুল কাশেম, খোন্দকার নজরুল ইসলাম, ফারুক আহম্মদ ভূঞা, ফেনী শহর ব্যবসায়ী সমিতির যুগ্ন-সম্পাদক আবুল কালাম আজাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাচ্চু, এফ রহমান এসি মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা ওমর ফারুক, কাষ্টমস্ এক্সাইজ ও ভ্যাট বিভাগ ফেনীর রাজস্ব কর্মকর্তা এরশাদ আলী খান ভুট্টুসহ বিভিন্ন শেণী পেশার ব্যবসায়ী বৃন্দ। আলোচনা সভা শেষে একটি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।