সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান প্রয়াত একরাম চেয়ারম্যানের স্ত্রী তাসমিন

ফেনী প্রতিনিধি :

একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি মরহুম একরামুল হক একরামের স্ত্রী তাসমিন আক্তার। মনোনয়ন প্রাপ্তির ব্যাপারে অাশাবাদী তিনি।

শুক্রবার (১৮জানুয়ারী) সকালে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে তিনি দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এ সময় জেলা যুবলীগের সাবেক সভাপতি আজহারুল হক আরজু ও একরামের ছেলে আজমাইন তাজওয়ার হক তাহসিন উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ২০১৪ সালের ২০ মে ফেনীর একাডেমি এলাকায় প্রকাশ্যে স্বদলীয়দের হাতে খুন হন ফুলগাজী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাবেক সভাপতি একরামুল হক।

#বাংলারদর্পন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *