মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা

এস এ মামুন :

ফেনীর ফুলগাজী উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের ২০১৮-২০১৯ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। আজ বুধবার বিকালে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ইউনিয়নের চেয়ারম্যান ভিপি নুরুল আমিন বাজেট ঘোষণা করেন। এতে  প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিসিঞ্জার চাকমা। বিশেষ অতিথি ছিলেন জেলা ফ্যাসিলিটেটর পিন্টু চন্দ্র দাস, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা ও মুন্সীরহাট ইউপি ট্যাগ কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান।

এ অর্থ বছরে রাজস্ব আয় ১৯,১১,৭৬৫টাকা, ব্যয় ১৮,৭২,১৪০টাকা,উন্নয়ন খাতে ৯৮,০৮,৭৯০টাকা, ব্যয় ৯৮,০৮,৭৯০টাকা এবং শেষ উদ্ধত্ত ৩৯,৬২৫টাকা। সর্বমোট ১,১৭,২০,৫৫৫ টাকা বাজেট ঘোষণা করা হয়েছে।

উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মো: মোর্শেদ সঞ্চালনায় বক্তব্যে রাখেন সাংবাদিক জহিরুল ইসলাম জাহাঙ্গীর, মহিবুল্লাহ ফরহাদ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক একরাম পাটোয়ারী, কাজী আমিন উল্লাহ, মল্লিকা রাণী সিংহ, কাজী গিয়াস উদ্দিন, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কবির, মাষ্টা মিজানুর রহমান সহ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *