ঠাকুরগাঁওয়ে সিআইজি কৃষকদের কৃষি প্রযুক্তি বিষয়ক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জানে আলম শেখ ,ঠাকুরগাঁও :

ঠাকুরগাঁওয়ে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফ্রেজ প্রজেক্ট প্রকল্পভিত্তিক সিআইজি কৃষকদের কৃষি বিষয়ক প্রশিক্ষণ সকাল ১১টায় উপজেলা হলরুমে প্রদান করা হয়। কৃষি বিষয়ক কৃষক প্রশিক্ষনে প্রশিক্ষণ প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার জনাব আনিসুর রহমান। অতিরিক্ত উপ-পরিচালক শস্য জনাব মোঃ শফিকুল ইসলাম ও  কুমার প্রণয় বিষাণ দাস, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার। কুমার প্রণয় বিষাণ দাস বলেন, কৃষকদেরকে কৃষিকাজ করার ব্যাপারে আমরা যথাযথ সহযোগিতা করছি ।আমরা চাই প্রতিটি কৃষক যাতে প্রয়োজনীয় শস্য উৎপাদন  করতে পারে। আর এজন্য কৃষকদেরকে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। যাতে তারা সঠিক প্রশিক্ষণ গ্রহণ করে শস্য উৎপাদনে অধিক ফসল উৎপাদন করতে পারে আর এজন্যে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগিতার জন্য ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের সর্বাত্মক সহযোগিতা করে থাকেন । কারণ বাংলাদেশ একটি কৃষি প্রধান দেশ ।এই দেশকে রক্ষা করতে কৃষকদের অবদান অনেক বেশি। প্রশিক্ষকগণ তাদের আওতাভুক্ত কৃষকদের কিভাবে কৃষি কাজের ধারাবাহিকতা রক্ষা করতে হবে ও কৃষি ক্ষেতের রোগ প্রতিরোধ করতে হবে সে বিষয়ে কৃষকদের গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *