মোঃস্বাপন মজুমদার, বাহারাইন :
বাহরাইনে অবস্থানরত বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্মদিনপালিত হয়েছে।
১৭ মার্চ শুক্রবার বিকেল ৩ টায় বাংলাদেশ দূতাবাসে তার ৯৮ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ স্কুল এন্ড কলেজের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় শ্রেণি অনুসারে ৪ বিভাগে ৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহন করে।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের, স্বাধীনতা দিবসের দিন নাম ঘোষনা ও পুরস্কার প্রদান করা হবে।চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক মন্ডলির মধ্যে ছিলেন, স্থাপত্যবিদ মুমিন খন্দকার, স্থাপত্যবিদ মাহবুবুর রহমান ও স্থাপত্যবিদ ফারিয়াল খান। এছাড়া দূতাবাসের পক্ষে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন দূতাবাসের মিনিষ্টার মেহেদী হাসান, শ্রম কাউন্সিলর শেখ মোহাম্মদ তওহীদুল ইসলাম, তাজ উদ্দিন সিকান্দার, শেখ ইমরান, আহমদ,মহসিনসহ দুতাবাসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।এরপর শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে চকলেট বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুলের ছাত্রছাত্রী, যুবলীগের সভাপতি মিজানুর রহমান, লিন্নাসের চেয়ারম্যান জয়নাল আবেদিনসহ বাহরাইনস্থ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।