নির্বাচন বানচালের ক্ষমতা বিএনপির নেই: বাণিজ্যমন্ত্রী

 

বাংলারদর্পন : ২৪ নভেম্বর ২০১৭। 

বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার ক্ষমতা বিএনপির নেই।’

আর নির্বাচনে বিগত দিনের মতো যারা সন্ত্রাসী কার্যকলাপে লিপ্ত হবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

আজ শুক্রবার দুপুরে ভোলার লালমোহনে আবদুল হান্নান মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব বলেন।

মন্ত্রী বলেন, `নির্বাচনে যদি বিএনপি না আসে তাহলে তাদের অস্তিত্ব সংকট হবে, নির্বাচন তো হবেই। এই নির্বাচন বানচাল করতে কেউ পারবে না।`

তিনি আরো বলেন, `মওদুদ আহমেদ, ফখরুল আলমগীর গণঅভ্যুত্থান করবেন, আমাদের টেনে-হিঁচড়ে নামাবেন। আমি চ্যালেঞ্জ করেছি, যদি আপনাদের সাহস থাকে তো করুন।`

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *