এ বাশার চঞ্চল : রাণীনগরে নিলুফা বেগম নিলি (২৮) নামের দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া গ্রামের ছলিমুদ্দিনের ছেলে মনিরুল ইসলাম রনি’র স্ত্রী একই গ্রামের আলেফ উদ্দিনের মেয়ে।
শুক্রবার রাত অনুমান দেড়টার দিকে ওড়না পিঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে দাবি করেন নিলি’র স্বামী মনিরুল ইসলাম রনি।
হত্যা না আত্নহত্যা ওই এলাকায় ব্যাপক গুঞ্জন চলছে।
রানীনগর থানার ওসি জানান, ময়নাতদন্তের পর নিহতের ধরন জানা যাবে।