বাবার সামনেই চলন্ত গাড়িতে দুই নাবালিকাকে গণধর্ষণ: গ্রেফতার ৫

 

বাংলার দর্পন ডটকম  ডেস্ক: বাবার সামনেই দুই নাবালিকা মেয়েকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করল দুষ্কৃতীরা৷ ঘটনাটি ঘটেছে গুজরাটের দাহদ গ্রামের দেবগাড় বারিয়া তেহসিল এলাকায়৷ অভিযুক্ত ছয় জনের মধ্যে পাঁচ জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ৷

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার বাবার দোকানেই ছিল ১৩ ও ১৫ বছরের ওই দুই কিশোরী৷ সেখান থেকে তিন জনকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় দুষ্কৃতীরা৷ বাবার সামনেই দুই মেয়েকে চলন্ত গাড়ির মধ্যে নৃশংসভাবে ধর্ষণ করা হয়৷ পরে তাঁদের মান্ডভ গ্রামের কাছে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়৷ ছয় অভিযুক্তের মধ্যে পাঁচ জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ৷ ধৃতদের নাম কুমাত বারিয়া, গণপত বারিয়া, নারভত বারিয়া, সুরেশ নায়েক এবং গোপসিন বারিয়া৷ আরও একজনের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ৷

 

পুলিশের জেরার মুখে কুমাত জানিয়েছে, প্রতিশোধ নেওয়ার জন্যই এই কাজ করেছে সে৷ পেশায় মদ বিক্রেতা কুমাতের কাছ থেকে ক’দিন আগেই মদ কিনেছিল অভিযোগকারীর ছেলে৷ নাবালক হওয়ার কারণে তাকে গ্রেপ্তার করে পুলিশ৷ পুলিশের জেরার মুখে ছেলেটি জানিয়ে দেয় কুমাতের কাছ থেকেই মদ কিনেছিল সে৷ সেই ঘটনার প্রতিশোধ নিতেই এই নৃশংস কাজ করেছেন কুমাত বারিয়া৷

কুমাত ও তার সঙ্গীদের বিরুদ্ধে ৩৭৬ ধারায় গণধর্ষণ ও পস্কো আইনের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *