নবাবগঞ্জে অবৈধ্য ভাবে গড়ে উঠা বনের ধারের ৩টি ভাটা অভিযানে ধ্বংস

মোঃ আফজাল হোসেন ,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় সংরক্ষিত বনের ধারে অবৈধভাবে  গড়ে ওঠা  তিনটি চিমনি ভাটায় গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় অভিযান পরিচালনা করে ধ্বংস করেছেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বজলুর রশীদ। দমকল বাহিনীর সদস্যদের নিয়ে ইউএনও উপজেলার হরিপুর এলাকায় তিনটি ভাটায় অভিযান চালিয়ে ভাটার চিমনি ধ্বংস করে পানি দিয়ে কাঁচা ইটগুলো নষ্ট করে দেন।জানা গেছে,নবাবগঞ্জ উপজেলার হরিপুর বিটের সংরক্ষিত বনের ধারে সকল প্রকার নিয়মনীতি উপেক্ষা করে ঐ এলাকার এক প্রভাব শালী ব্যাক্তির ভাটা সহ তিনটি ভাটা গড়ে তোলা হয়। এসব ভাটাগুলোতে জ্বালানি কাঠ ব্যবহার করা হতো। খবর পেয়ে দিনাজপুর জেলা প্রশাসকের নির্দেশে গতকাল মঙ্গলবার ওই তিনটি ভাটায় অভিযান চালানো হয়। অভিযানে একটি ভাটার চিমনি ধ্বংস করে কাঁচা ইটগুলো দমকল বাহিনীর সদস্যরা পানি দিয়ে নষ্ট করে দেয়। তবে রহস্যজনক কারনে জনৈক মিঠুর ভাটায় শুধু মাত্র চিমনিটি ধ্বংস করে দেয় হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানিয়েছেন অভিযানের পর মিঠু পুনরায় চিমনি তুলে ভাটায় পূর্বের মতো ইট পোড়ানো কাজ শুরু করেছে। জানতে চাইলে নবাবগঞ্জ উপজেলার ইউএনও বজলুর রশীদ জানান, যে কোন অবৈধ কাজ প্রতিরোধের জন্য সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সামাজিক আন্দোলন ছাড়া প্রশাসনের একার পক্ষে সকল অপরাধ দমন করা সম্ভব নয়। পর্যায়ক্রমে সকল অবৈধ ইটভাটা উচ্ছেদ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *