রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাণীনগর থানাপুলিশ। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলার মিরাট ইউপি’র ধনপাড়া গ্রাম থেকে রমজান আলী (৩২) ও এমরান হােসেন (২১) কে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ জানায়, ওই দিন রাত মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় ধনপাড়া এলাকায় মাদক বেচা-কেনা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে এসআই শফিকুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৪০ পিচ ইয়াবা সহ তাদেরকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত রমজান ও এমরান রাজশাহী জেলার বাগমারা উপজেলার ভানসিপাড়া গ্রামের বাসিন্দা। বুধবার মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় তাদেরকে আদালতে প্ররণ করা হয়েছে