ফেনী প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মদিবস উপলক্ষে ফেনী সদর উপজেলার বালিগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে ১৭ মার্চ শুক্রবার দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়। এ ক্যাম্পে অাশ পাশের গ্রামের হাজার হাজার মানুষ স্বত:স্ফূর্তভাবে অংশগ্রহণ করে চিকিৎসকদের কাছ থেকে নানা রোগ-ব্যাধির চিকিৎসা এবং বিনামূল্যে ঔষধ সামগ্রী নেন।
মেডিক্যাল ক্যাম্পে শিশু, মেডিসিন, গাইনী, বাত-ব্যাথা প্যারালাইসিস, কার্ডিওলজী, ডায়াবেটিস এন্ড এন্ডোক্রাইনোলজী, ডেন্টাল, চক্ষু বিশেষজ্ঞ ১২জন চিকিৎসক ১২টি কক্ষে দুই হাজার নারী-পুরুষকে চিকিৎসা দেন। এছাড়া ক্যাম্পে রোগীরা ডাক্তারদের দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে ঔষধ ও ইনসুলিন নেন।
ফ্রি মেডিক্যাল ক্যাম্পে ফেনী ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক শুসেন চনবদ্র শীলের সভাপতিত্বে আয়ােজিত ক্যাম্প উদ্বোধন করেন ফেনী সদর উপজেলা চেয়ারম্যান ও ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বি.কম।
ডায়াবেটিক সমিতির কােষাধ্যক্ষ আবদুল আউয়াল সবুজ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন বালিগাঁও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বাহার, জেলা পরিষদের সদস্য আবুল কালাম আজাদ প্রমূখ।
ফেনী ডায়াবেটিক সমিতি আয়ােজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পে মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মো. ফজলুল ওয়াহাব চৌধুরী, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ মাে. জহিরুল ইসলাম, স্ত্রী ও গাইনী রোগ বিশেষজ্ঞ ডাঃ নাজনীন আক্তার লুবনা, থাইরয়েড ও হরমোন বিশেষজ্ঞ ডাঃ রাশেদুল ইসলাম, শিশু বিশেষজ্ঞ ডাঃ প্রদীপ চন্দ্র রায়, বাত-ব্যাথা-প্যারালাইসিস বিশেষজ্ঞ ডাঃ আবদুস সালাম, হৃদরােগ বিশষজ্ঞ ডাঃ মাে. মনিরুল হক, ডেপুটি চীপ মেডিকল অফিসার ডাঃ মো. আনােয়ার উদ্দিন, ডাঃ মাে. মোয়াজ্জেম হােসেন, ডাঃ সিকান্দার আবু জাপর, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাজমুল মোর্শেদ চৌধুরী, সিনিয়র মেডিকল অফিসার ডাঃ মাে. সাইফুজ্জামান (দন্তÍ), ডায়াবেটিস ডাঃ শামীমা আইরিন রাগীদর চিকিৎসা দিয়ছ। ডায়াবেটিস, প্যাথলজি ও ইসিজিসহ ১২জন চিকিৎসক দুই শহস্রাধিক মানুষের মাঝে ফ্রি চিকিৎসা দেন।
সম্পাদনা/ এমএ