নাগরিকত্ব সংশোধন বিল বাতিল করুন নইলে পশ্চিম বাংলার স্বাধীনতা ঘোষনা দেবো – মমতা

ডেস্ক রিপোর্ট :
নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে ক্ষো’ভ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মেয়ো রোডে দলের সংহতি দিবসের অনুষ্ঠানে তিনি জানিয়ে দিলেন এবার এনআরসি ও ক্যাব (নাগরিকত্ব আইন) কাবিলায় আরও জো’র আন্দোলনে নামতে হবে। বুথে বুথে গিয়ে বোঝাতে হবে কেন্দ্রের এই দুই উদ্যোগের পরিণতি নিয়ে।

দলীয় কর্মীদের সামনে বললেন, “এই রাজ্যে কোনও ভাবেই নাগরিকত্ব আইন কার্যকর হতে দেওয়া হবে না। একজনকেও যদি তাড়ানো হয় তবে দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের ডাক দেবে তৃণমূল কংগ্রেস।”

মমতা এদিন রীতিমতো বোঝানোর ভঙ্গিতে বলেন, এখন কেন্দ্র ক্যাব কার্যকর করতে চাইছে। এটা হয়ে গেলেই এনআরসি লাগু করবে। মমতার ভাষায়, ক্যাব মানে মুণ্ডু কে’টে নেওয়া আর এনআরসি হলে গলায় কোপ।

এদিন দলীয় নেতা, কর্মীদের দিয়ে প্রতিজ্ঞাও করিয়ে নেন মমতা যে এবার জো’র আন্দোলনে সামিল হবে দল। অনেক দিন পরে তৃণমূলনেত্রীকে এদিন স্লোগান দিতে দেখা যায়। তিনি এদিন পেঁয়াজের দাম থেকে, অর্থনীতির বেহাল দশা, বেকারত্ব ইত্যাদি ইস্যুতেও কেন্দ্রীয় সরকারের নিন্দা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *