বাংলার দর্পন ডটকম : বিশ্ববিখ্যাত গার্মেন্টস ও ফুট ওয়্যার কোম্পানী “হুগো বস’র নিজস্ব শপে বিক্রি হচ্ছে বাংলাদেশী তৈরি চামড়াজাত পন্য।
ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার অালম জানায়, বাংলাদেশ পৃথিবীর ২য় বৃহত্তম পোষাক তৈরী এবং রপ্তানিকারক দেশ, এটা পুরানো খবর। জাহাজ রপ্তানি করে, এটাও পুরানো খবর। যুক্তরাষ্ট্রে ঔষধ রপ্তানি করে, এটাও পুরানো খবর।
আমি নিজের চোখে যা দেখলাম আজকে, আনন্দে ঘুম হারাম হয়ে গেলো। বিশ্ববিখ্যাত ব্র্যান্ড HUGO BOSS এর দোকানে বিক্রি হচ্ছে MADE IN BANGLADESH জুতা। তাও আবার কোন নিয়মিত পণ্য বা টাইপ না। লিমিটেড এডিশনের AMZ Mercedes Benz রেঞ্জের জুতা!
আমি এখন স্বপ্ন দেখি চারঘাটের বড়াল পাড়ের কালুহাটির পাদুকা পল্লীর সফলতাকে পুঁজি করে আরও বড় কিছু করার।
উল্যেখ্য, বিশ্বের প্রায় সকল দেশেই হুগো বস এর শপ রয়েছে।
সম্পাদনা/ সৈয়দ মনির অাহমদ।