অনলাইন ডেস্ক
ভারতে নাগরিকত্ব আইনবিরোধী বিক্ষোভে নিহত ৯
এনডিটিভির খবরে বলা হয়, পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, বিজনর এলাকায় দুজন, সামবাল, ফিরোজাবাদ, মিরাট ও কানপুরে একজন করে নিহত হয়েছে।
শুক্রবার সকাল থেকেই রাজ্যজুড়ে শুরু হয় বিক্ষোভ।
জুমার নাজামের পর বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
বিক্ষোভ শেষে রাজ্য পুলিশের তরফ থেকে ছয় জনের মৃত্যুর খবর জানানো হয়।
এর আগে বিক্ষোভে আরও ৩জন নিহত হয়।
রাজ্য পুলিশের মহাপরিচালক ওপি সিং দাবি করেন, পুলিশের গুলিতে কেউ মারা যায়নি।
তিনি বলেন, আমরা একটা গুলিও ছুড়িনি। যদি কোনও গুলি চলে থাকে তাহলে তা বিক্ষোভকারীদের দিক থেকেই হয়েছে।
সম্প্রতি ভারতে নাগরিকত্ব সংশোধন আইন (সিএএ) পাস হয়েছে। আইনটিকে মুসলিমবিরোধী ও বৈষম্যমূলক উল্লেখ করে বিক্ষোভ চলছে দেশটির বিভিন্ন রাজ্যে। আইনটিতে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে নিপীড়নের মুখে ভারতে পালিয়ে যাওয়া হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন, পার্সি ও খ্রিস্টানদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে।