বাংলার দর্পন ডটকম, চট্টগ্রাম :
বাড়িভর্তি বিষ্ফোরক।তাতে জিম্মি নারী, শিশু ২০জন। এক হাতে গুলি, এক হাতে পিনখোলা গ্রেনেড আর শরীরে সুইসাইডাল ভেস্ট নিয়ে তৈরী হিংস্র সব জঙ্গী।চলচ্চিত্রের ভয়ংকর দৃশ্যই যেন চিত্রায়িত হচ্ছিল সীতাকুণ্ডে।রক্ত হিম শীতল করা উত্তেজনায় যখন কাটছিল প্রতিটি মুহুর্ত তখন আগমন বাস্তবের নায়কদের। পুলিশ, সোয়াট, কাউন্টার টেরোরিজমের যৌথ অভিযানে বড় ধরনের ক্ষতিসাধন করা ছাড়াই ধরাশয়ী হিংস্র জঙ্গীদের।বিধ্বস্ত ভবনে ক্ষত বিক্ষত লাশ ডিঙ্গিয়ে অক্ষত উদ্ধার করা হয় সেই জিম্মিদের। আহত এই দুইজন রোমাঞ্চকর সেই অভিযানের অন্যতম নায়ক। দুইজনই সোয়াটের কনস্টেবল। একজন শাওরিত হাসান। অন্যজন আসিফ আহম্মদ স্বাদ।
দেশ, সমাজ ও ধর্মদ্রোহী জঙ্গিদের দাঁতভাঙ্গা জবাব দিতে গিয়ে নিজের কয়েকটা দাঁত ভেঙ্গেছে শাওরিতের।পায়ে আঘাত পেয়েছেন আসিফ। তাদের শুশ্রূষায় নিজেদের সর্বোচ্চটুকু উজাড় করে দিচ্ছেন সম্মিলিত সামরিক হাসপাতালের দায়িত্বশীলরা।এক অসাধারণ টিম ওয়ার্ক অনন্য সাধারণ নজির হয়ে থাকবে এ্যাসল্ট ১৬ অপারেশন। সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনের অনুপ্রেরণা হয়ে উজ্জীবিত করবে দেশপ্রেমিক প্রতিটি নাগরিককে।