ফেনী প্রতিনিধি :প্রকাশ- ৪ নভেম্বর ১৬। শুক্রবার ১২: ৩০।
:ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহানীতে আস্ত্রসহ ৯ ডাকাতকে আটক করেছে এলাকাবাসী।শুক্রবার ভোর রাতে স্থানীয়রা ধাওয়া করে মাথিয়ারা স্বর্ণকার বাড়ী থেকে তাদের আটক করে।
জানা যায়,গত কিছুদিন ধরে ফেনী-মাইজদী মহাসড়কের তেমুহানী অংশে ডাকাতির ঘটনা ঘটছে।বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয়রা সংঘবদ্ধ হয়ে সেখানে পাহারা বসায়।পরে শুক্রবার ভোর রাতে ডাকাতদল ঘটনাস্থলে এলে ধাওয়া করে স্থানীয়রা।এসময় এলাকাবাসীর ধাওয়া খেয়ে পাশবর্তী মাথিয়ারা স্বর্ণকার বাড়ীতে গিয়ে পালায় ডাকাতরা।সেখান থেকে তাদের আটক করে গণধোলাই দেয় জনতা।
খবর পেয়ে ফেনী মডেল থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাদের উদ্ধার করে মারাত্মক আহত কয়েকজনকে ফেনীর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
এদিকে ৯ ডাকাতের মধ্যে মাথিয়ারা স্বর্ণকার বাড়ীর মৃত চেীধুরীর ছেলে মহিন উদ্দিন (৩০) ছাড়া বাকীদের নাম পরিচয় জানা যায়নি।