এ বাশার চঞ্চল, নওগাঁ প্রতিনিধি : রাণীনগরে বন্ধ থাকা রেল স্টেশন আনুষ্ঠানিক ভাবে পূণরায় চালু করা হয়েছে। বন্ধ থাকা রাণীনগর রেল স্টেশন আনুষ্ঠানিক ভাবে পূনরায় চালু’র উদ্বোধন উপলক্ষে লোকবল পদায়ন, টিকিট বিক্রয়, সিগনালিং ব্যবস্থা চালু ও স্টেশন ভবন সুসজ্জিত করা হয়। বৃহস্পতিবার বেলা ১১টায় ফিতা কেটে বন্ধ স্টেশনের শুভ উদ্বোধন করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো: শহীদুল্লাহ মিঞা।
এসময় উপস্থিত ছিলেন, সান্তাহার রেলওয়ে শ্রমিক লীগের সভাপতি মো: রেজাউল হক, সান্তাহার জংশনের সিগনাল ইন্সপেক্টর মো: লুৎফর রহমান, রাণীনগর স্টেশন মাস্টার মো: আব্দুস সামাদ প্রমুখ। স্থানীয় রেল কর্মকর্তারা জানান, রেলওয়ের ঢাকা বিভাগের আওতাধীন ঘোড়াসাল স্টেশন উদ্বোধন সহ বন্ধ থাকা সারা দেশের মোট ৬০ টি স্টেশন মোবাইল ফোনের মাধ্যমে মাননীয় রেলমন্ত্রী মো: মজিবুল হক চালু কার্যক্রম উদ্বোধন করেন।