আরিফা জেসমিন কনিকা (ফেসবুক স্ট্যাটাস থেকে)
মেয়ে তুমি ধৈর্য্যশীল হও। যত বেশি অধৈর্য্য হইবে ভোগান্তি ততই বেশি হইবে। বিবাহের বাজারে বয়স যত কম হয়, লেখাপড়া যত কম হয় শ্বশুড়বাড়ির লোকজনের নিকট ততই ভাল।
কারণ নরম কাদামাটিকে যেরূপ ইচ্ছা আকৃতি দেয়া সহজ হয়। তুমি নিজেকে অন্যের হাতের খেলনায় পরিণত করিও না। তুমি লেখাপড়া শেষ করে কর্মজীবনে প্রবেশ এর পুর্বে বিবাহের চিন্তা করিও না।
একজন বেকার স্বামী যেমন তার সংসারে নিগৃহীত হয়,তোমার বেলায় ও সেইরূপই হইবে ইহা অবশ্যম্ভাবী। তবে কেন তুমি নিগৃহীত হইবে জানিয়া ও কর্মজীবনে প্রবেশের পূর্বেই বিবাহ করিবে? অর্থ উপার্জনের মাধ্যমে যেমন তোমার আর্থিক স্বাধীনতার পথ সুগম হইবে তেমনি তা তোমার মানসিক স্বাধীনতার পথকেও প্রশস্ত করিবে।
লেখিকা -প্রতিমন্ত্রী জুনায়েদ অাহম্মদ পলকের সহ ধর্মীনি।