তানভীর আলম: দাউদকান্দি থানাধীন সেন্দি গ্রামে গত ৩১/১২/১৬ইং তারিখ বেলা ১১.৪৫ ঘটিকার সময় তাফছিন সিএনজি পেট্রোল পাম্পের অনুমান ২০০ গজ পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দক্ষিণ পাশে ঢালু জমিতে লাল শালু কাপড়ের লেপের কভারের ভিতরে রশি দ্বারা বাঁধা অবস্থায় অজ্ঞাত লাশ দাউদকান্দি থানা পুলিশ উদ্ধার করত, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করিয়া লাশ ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে প্রেরণ করেন। স্থানীয় লোকজনের ধারনা করেন অজ্ঞাতনামা কোন ব্যক্তি বা ব্যক্তিরা অজ্ঞাতনামা মহিলাকে পূর্ব পরিকল্পিতভাবে অন্য কোথাও হত্যা করিয়া লাশ গুম করার উদ্দেশ্যে লাল কাপড়ের লেপের কভারের ভিতরে রশি দিয়া বাঁধিয়া উক্ত স্থানে ফেলে যায়। ঘটনাটি একটি পরিকল্পিত হত্যাকান্ড মর্মে দাউদকান্দি থানার এস.আই মোঃ মাঈন উদ্দিন অত্র এজাহার দায়ের করিলে দাউদকান্দি থানায় একটি হত্যা মামলা রুজু হয়। মামলাটির তদন্তকালে মোবাইলের সূত্র ধরিয়া জেলা গোয়েন্দা শাখার এস.আই শহিদুল ইসলাম পিপিএম, এস.আই শাহ কামাল আকন্দ পিপিএম বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া মামলার ঘটনায় জড়িত আসামী মোঃ বাবুল(৩০), পিতা-মৃত আঃ মাজেদ, সাং-শিকারপুর, থানা-শারষা, জেলা-যশোর, বর্তমানে সাং-ব্রাহ্মনখাড়া (তাহের মিয়ার ধানের মিল), থানা-দেবিদ্বার, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করেন। আসামীকে গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদে মামলার ভিকটিম মনোয়ারা বেগম’কে তাহার অপর এক সহযোগী সহ টাকা পয়সার লেনদেনের বিরোধের জের হিসাবে গত ২৯/১২/২০১৬ ইং তারিখ ভিকটিমকে মোবাইলে ঢাকিয়া আনিয়া কাঠের পুল রাস্তার পাশের্^ চকের ভিতরে নিয়া ধর্ষন করত: হত্যা করিয়া লাশ গুম করার জন্য লাল কাপড়ের লেপের কভারের ভিতরে রশি দিয়া বাঁধিয়া দাউদকান্দি থানাধীন সেন্দি গ্রাম তাফছিন সিএনজি পেট্রোল পাম্পের অনুমান ২০০ গজ পূর্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দক্ষিণ পাশে ঢালু জমিতে ফেলে রাখে। উক্ত আসামী স্বেচ্ছায় বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলার ঘটনার সহিত জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি মূলক জবানবন্দি প্রদান করে।