ফেনী প্রতিনিধি : সর্বশেষ অনুষ্ঠিতব্য ২০১৬ সালের অষ্টম শ্রেণির জেডিসি পরীক্ষায় সোনাগাজী ইসলামীয়া ফাযিল (ডিগ্রী) মাদ্রাসায় ১০ পরীক্ষার্থী বৃত্তি লাভ করে উপজেলায় শীর্ষ স্থান অর্জন করেছে। পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ হওয়ার পর ১০ জন বিভিন্ন গ্রেডে বৃত্তি লাভ করে। তন্মধ্যে ট্যালেন্টপুলে তিন জন এরা হল, সাজিদ আল মাহমুদ, কাজী সাদিয়াতুল মাশরুবা সামিয়া,সুমাইয়া নাহার খান । সাধারণ গ্রেডে সাত জন, মোহাম্মদ শাহরিয়ার হোসেন, আমান উল্যাহ ,ইমাম উদ্দিন, মেহেদি হাসান, মোঃ নুর নবী রুবেল, মেহেদি হাসান, তাহমিনা সুলতানা ।
মাদ্রাসার অধ্যক্ষ এস এম সিরাজ উদ- দৌলা জানান, প্রতি বছরই ধারাবাহিকভাবে এ মাদ্রাসার ফলাফল সন্তোষজনক হয়ে আসছে। জেডিসি পরীক্ষা ছাড়াও দাখিল, আলিম ও ফাযিল পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ এবং উপজেলার মধ্যে সর্বোচ্চ জিপিএ- ৫ পেয়ে শীর্ষ স্থান অধিকার করেছে।আল্লাহ পাকের দয়ায় মাদ্রাসার সকল শিক্ষক ও মাদ্রাসা পরিচালনা কমিটিসহ এলাকাবাসীর সার্বিক সহযোগিতা থাকায় আশানুরূপ ফলাফল অর্জন করা সম্ভব হচ্ছে।