ফেনী প্রতিনিধি :
ফেনী-সোনাগাজী সড়কের মতিগঞ্জ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক অটোরিক্সা চালক নিহত হয়েছে । নিহত চালকের নাম মো. সিরাজ মিয়া(৫৫) । সে উপজেলার সোনাপুর গ্রামের আবদুল কাদেরের ছেলে।
উপজেলা শ্রমিকলীগ সাধারন সম্পাদক আবদুল কাদের বলেন, শুক্রবার (১নভেম্বর) বিকেলে ফেনীর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা মিনি বাস সিরাজ মিয়ার অটোরিক্সায় চাপা দেয় ।
মডেল থানার ওসি মঈন উদ্দিন আহমেদ বলেন, ঘটনাস্থল থেকে গুরুতর আহতাবস্থায় সন্ধ্যায় ফেনী সদর হাপাতালে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধিন অবস্থায় সে মারা যান।