শুক্রবার কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল

 

বাংলারদর্পন :

 

২৯ ডিসেম্বর, শুক্রবার কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরীফে ৬৪তম পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এ উপলক্ষে গৃহিত বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে। বাদে জুমা পবিত্র খতমে কোরআনে করিম, পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম শীর্ষক আলোচনা। বাদে আছর ফয়েজে কোরআনের মাধ্যমে নূরে কোরআন বিতরণ। বাদে মাগরিব রাসূলে পাক (দঃ) এর সূন্নাত তরিক্বায় বায়আত (যারা বায়আতের নিদির্ষ্ট ছবক প্রাপ্ত), তাওয়াজ্জুহ এর মাধ্যমে রাসূলে পাক (দঃ) এর বাতেনী নূর বিতরণ, দেশ বরেণ্য ওলামায়ে কেরামের তকরির, তাবররুক বিতরণ। বাদে এশা আওলাদে রাসূল মাননীয় মোর্শেদে আজম হুজুর ক্বেবলায়ে আলম মাদ্দাজিল্লুহুল আলীর নূরাণী তকরির, মিলাদ, কিয়াম এবং আখেরী মোনাজাত। পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম মাহফিলে অংশ গ্রহণের জন্য মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগর এলাকার আওতাধীন বিভিন্ন শাখা হতে গাড়ী ছাড়ার সময়সূচী  ১৩নং সাবানঘাটা শাখা সাবানঘাটা থেকে বেলা ১২টা, ১১৮ নং বাকলিয়া শাখা বাকলিয়া থেকে বেলা ১২টা, ১১৯ নং বড়কবরস্থান শাখা বড়কবরস্থান থেকে বেলা ১২টা, ১২৬নং ষোলশহর শাখা বায়েজিদস্থ গাউছুল আজম সিটি থেকে বিকাল ৪টা, ১২৯নং বউবাজার শাখা আন্দরকিল্লা থেকে বেলা ১২টা, ১৩২নং আতুরার ডিপু শাখা আতুরার ডিপু থেকে বেলা ১২টা, ১৫০নং মুহাম্মদপুর শাখা মুরাদপুর মাজারের সামনে থেকে বেলা ১২টায় গাড়ী ছাড়া হবে। এতে সকল আশেকে রাসূল ধর্মপরায়ণ মুসলিম মিল্লাতের প্রতি দ্বীনি দাওয়াত রইল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *