চট্টগ্রাম ব্যুরো :
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি বলেছেন, মুক্তিযোদ্ধারা দেশ ও জাতির শ্রেষ্ঠ সন্তান। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে তারা জীবনবাজি রেখে দেশ মাতৃকার কল্যানে ঝাঁপিয়ে পড়ে আমাদেরকে এনে দিয়েছেন স্বাধীনতা। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে শেখ হাসিনার নেতৃত্বে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরো বলেন, আমি সব সময় রাউজানকে নিয়ে ভাবি, আমার ধ্যান-ধারণায় সব সময় রাউজানের মানুষের উন্নয়ন ভাবনা কাজ করে, আমি দীর্ঘ সময় ধরে আপনাদের পাশে থেকে রাউজানকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে রূপান্তর করতে কাজ করে যাচ্ছি। আজকে রাউজানে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কাজ দৃশ্যমান হয়েছে।
এসব কিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রাউজানের প্রতি আন্তরিকতার কারণে। আগামীতেও এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আমাদের সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনে আবারো আওয়ামীলীগকে জয়ী করতে হবে। তিনি আজ বৃহস্পতিবার দক্ষিণ রাউজানের নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে দক্ষিণ রাউজান বিজয় মেলা উদযাপন পরিষদ আয়োজিত চারদিনব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে এ কথা বলেন। মুক্তিযুদ্ধের বিজয় মঞ্চে মেলার উদ্বোধনী আলোচনা অনুষ্ঠানে নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি জাফর আহম্মদের সভাপতিত্বে মেলা পরিষদের যুগ্ম সচিব বাবুল মিয়ার সঞ্চালনায় বিজয়মেলার আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ, রাউজান পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খান, মুক্তিযুদ্ধের বিজয়মেলা পরিষদের সচিব মুক্তিযোদ্ধা চিত্ত রঞ্জন বিশ্বাস, পূর্ব গুজরা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্বাস উদ্দিন আহমেদ, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেষ বড়ুয়া, পশ্চিম গুজরা ইউপি চেয়ারম্যান লায়ন সাহাব উদ্দিন আরিফ, উরকিরচর ইউপি চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, পাহাড়তলী ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন, কদলপুর ইউপি চেয়ারম্যান তসলিম উদ্দিন, সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, মঞ্জুর হোসেন, আওয়ামী লীগ নেতা সৈয়দ মোজাফফর হোসেন, সুনীল চক্রবর্তি, দুলাল কান্তি বড়–য়া আবুল বশর বাবুল, জাহাঙ্গীর সিকদার, জসিম উদ্দিন চৌধুরী, আরিফুল আলম, নুরন্নবী, স্বপন চৌধুরী, ম্যালকম চক্রবর্তী, জাহাঙ্গীর আলম, আবু জাফর মোহাম্মদ রাশেদ, সোলেমান বাদশা, এস.এম হাফিজুল ইসলাম, মহিউদ্দিন ইমন, এস.এম জাহাঙ্গীর আলম সুমন, নুরুল ইসলাম, সেকান্দর হোসেন, সেলিম জাভেদ রানা, লিটন মেম্বার, মাসুদ, মোঃ সালাউদ্দিন, সৈয়দ মেজবাহ উদ্দিন, মোহাম্মদ সালাউদ্দিন, মনিরুল ইসলাম মুরাদ, রুবেল বৈদ্য, আরিফুল ইসলামসহ দক্ষিণ রাউজানের ইউনিয়নসমূহের আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি জাতীয় পতাকা, মুক্তিযুদ্ধের পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে বিজয়মেলার উদ্বোধন করেন।