সোনাগাজী-ফেনী ও মুহুরী প্রজেক্ট সড়কে সিএনজি অটোরিক্সা ভাড়া কমানোর দাবি

সোনাগাজী প্রতিনিধি :

সোনাগাজী  ফেনী সড়কে সিএনজি ভাড়া কমানো দাবি উঠেছে সাধারণ যাত্রীগনের মুখে।

 

সোনাগাজী থেকে ফেনী পর্যন্ত সিএনজি ভাড়া ৩০ টাকা হলেও রাস্তা খানখন্দের কারনে ৪০ টাকা করা হয়। যাত্রীদের বিভিন্ন প্রশ্নের জবাবে চালকেরা রাস্তার অযুহাত দেখিয়ে এড়িয়ে চলেছেন। কিন্তু এখন রাস্তা সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। ৪০ টাকা ভাড়া কোনো ভাবে যুক্তিসংঙ্গত নয়।

 

যাত্রীদের দাবি এখন ভাড়া ৩০ টাকা করা হলে ভালো হবে। পাশাপাশি কিছু চালক প্রতিযোগিতামূলক গাড়ী চালায় যাতে যাত্রী ও চালক উভয়ের জীবন ঝুঁকিতে থাকে। তাই চালকদের মালিক সমিতির মাধ্যমে সর্তক করে দেয়া উচিত।

 

পাশাপাশি সোনাগাজী মুহুরী প্রজেক্ট সড়কেও অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে যাত্রীরা অভিযোগ করে।

মালিক সমিতি জানিয়েছে, কোনভাবে বেশি ভাড়া অাদায় হচ্ছেনা। ওইসব সড়কে সিএনজি অটোরিক্সা তুলনামুলক বেশি। মালিকের জমা, গ্যাস খরচ ও অানুসাঙ্গিক খরচ বাদ গেলে চালকের ৩-৪শ টাকার বেশি থাকেনা। যা দিয়ে তার পরিবার চালানো কঠিন।

কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে সম্মিলিতভাবে অান্দোলন গড়ে তুলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *