রাজবাড়ী প্রতিনিধিঃ রাজবাড়ীর সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের সংরক্ষিত মহিলা ১-২-৩ নং আসনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী চামেলী বেগম (তাল গাছ) প্রতিক নিয়ে বিজয়ী হয়েছে।
এ নির্বাচনকে অবাধ, সুষ্টু, নিরপেক্ষ করতে সকল প্রকার প্রস্তুতি গ্রহন করে প্রশাসন তাই এসকল কেন্দ্রে শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে নির্বাচন।
২৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)রাজবাড়ী সদর উপজেলার সংরক্ষিত ১-২-৩ নং মহিলা আসনের এই উপ নির্বাচন অনুষ্ঠিত হয়।
সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বকেল ৪টা পর্যন্ত সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের গোবিন্দপুর মসজিদ কেন্দ্র প্রাঙ্গন, খানগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি এবং বেলগাছি আলিমুজ্জামান স্কুল এন্ড কলেজ তিনটি কেন্দ্রের মাধ্যমে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
এ নির্বাচনে আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মোছাঃ চামেলী বেগম তাল গাছ প্রতিক নিয়ে ১৩২০ ভোট পেয়ে পান। তার নিকটতম প্রতিদন্ধী সুর্যমুখী প্রতিক সাবেক মহিলা মেম্বার মনোয়ারা বেগমের পুত্রবধু জেসমিন আজাদ ১০১০ ভোট পায়। আওয়ামী লীগ মনোনিত প্রার্থী চামেলী বেগম বিএনপি মনোনিত প্রার্থী জেসমিন আজাদকে ৩১০ ভোটের ব্যবধানে পরাজিত করেন।
সদর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায় তালগাছ প্রতীক নিয়ে মোছাঃ চামেলী বেগম ১৩২০ ভোট এবং সূর্যমুখী প্রতীক নিয়ে ১০১০ ভোট পায়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা নুরমহল আশরাফী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাকিব খান ৩টি কেন্দ্র পরিদর্শন করেন।
নিরপত্তার স্বাথে পুলিশের পাশাপাশি স্টাকিং ফোর্স হিসাবে পুলিশ এবং পুলিশের মোবাইল টিম সার্বক্ষণিক কাজ করেছে।
তবে ভোট গ্রহনের শেষ মূহুর্তে জাল ভোট দেওয়ার চেষ্টা করলে দায়ীত্বে থাকা নির্বহী ম্যাজিস্ট্রেট তাকে আটক করেন।
তাছারাও অনেকই জাল ভোট দেওয়ার চেষ্টা করে পুলিশ ও সাংবাদিকদের হস্তক্ষেপে জাল ভোট দিতে বর্থহয়।