ঢাকা – ফেনী-২ আসনের সাংসদ ও জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীর সকল অপকর্মের বিরুদ্ধে সাংবাদিকদের কলাম চালিয়ে যাবার আহবান জানিয়েছেন জাতীয় পর্যায়ের সাংবাদিকরা।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সােবহান চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এ আহ্বান জানান।
প্রতিবাদ সমাবেশে নিজাম হাজারীকে একজন খুনি, দুর্নীতিবাজ, গড়ফাদার উল্লেখ করে দেশের সকল গণমাধ্যমকে তার সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের অনুসন্ধানী রির্পোট দেশ ও জাতির সামনে প্রকাশ করার আহবান জানান বক্তারা ।
এছাড়া নিজাম হাজারীকে দল থেকে বহিষ্কার এবং আগামী সংসদ নির্বাচনে মনোনয়ন না দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিও আহ্বান জানান তারা।
এসময় বক্তব্য রাখেন, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, যুগ্ম মহাসচিব অমিয় ঘুটক পুলক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, সাধারণ সম্পাদক সােহেল হায়দার চৌধুরী, ঢাকা রির্পােটার্স ইউনিয়নের সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা প্রমুখ।