চট্টগ্রাম সহ সারাদেশে একযোগে শুরু হয়েছে জেএসসি/জেডিসি পরীক্ষা, চট্টগ্রাম বিভাগে পরীক্ষার্থী ২ লাখ ৮ হাজার ৯৮৮ জন।

 

 

 

 

জুলফিকার আলী মাসুদ (নির্বাহী সম্পাদক)ঃ-  আজ শনিবার থেকে চট্টগ্রামসহ সারাদেশে এক যোগে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা। এ বছরের জেএসসি পরীক্ষায় চট্টগ্রাম বিভাগ থেকে মোট ২ লাখ ৮ হাজার ৯৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। এদের মধ্যে ৯২ হাজার ৫৫৯ জন ছাত্র এবং ১ লাখ ১৬ হাজার ৪২৯ জন ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণের কথা রয়েছে। পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ১০টি ভিজিল্যান্স টিম কাজ করবে বলে জানায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা।

গত বছরের মত এবছরও জেএসসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি। ২০১৯ সালের জেএসসি পরীক্ষায় ছাত্রের তুলনায় ২৩ হাজার ৮৭০ জন ছাত্রী বেশি অংশগ্রহণের কথা রয়েছে। গত বছর জেএসসির পরীক্ষার্থীর সংখ্যা ছিল ২ লাখ ৫ হাজার ৫৩৭ জন। আজ বাংলা পরীক্ষার মধ্যে দিয়ে শুরু হয়ে ১১ নভেম্বর সোমবার বিজ্ঞান পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হবে সারা দেশে এক যোগে শুরু হওয়া মাধ্যমিকের অষ্টম শ্রেণী পড়–য়া শিক্ষার্থীদের এ পাবলিক পরীক্ষা।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড সূত্র জানায়, চট্টগ্রাম, কক্সবাজার এবং তিন পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার ১ হাজার ২৭৩টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে মোট দুই লাখ ৮ হাজার ৯৮৮ শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে এক লাখ ১৬ হাজার ৪২৯ জন ছাত্রী ও ৯২ হাজার ৫৫৯ জন ছাত্র। নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৮১ হাজার ২২৪ জন।

অনিয়মিত পরীক্ষার্থী ২৭ হাজার ৭৫৩জন। এছাড়া, ১১ জন পরীক্ষার্থী মান উন্নয়নের জন্য পরীক্ষা দেবে বলে বোর্ড সূত্র জানায়।
এ সম্পর্কে জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান বলেন, পরীক্ষা সংক্রান্ত আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষা সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য ১০টি ভিজিল্যান্স টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে পাঁচজন করে মোট ৫০ জন কাজ করবে। আশা করছি শিক্ষার্থী-অভিভাবক ও সংশ্লিষ্টদের সহযোগিতায় সুন্দর ও সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *