ফেনীতে যুবলীগ নেতা রবিউল হক মানিককে কুপিয়ে হত্যা | বাংলারদর্পন

ফেনী :
ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের যুবলীগ নেতা রবিউল হক মানিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। মানিক ফাজিলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মৃত নুরুল হকের একমাত্র ছেলে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানতে পারেনি পুলিশ।

ফাজিলপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর হায়দার জানান, ১০ অক্টোবর বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে ফাজিলপুর বাজারের পাশে তার বাড়ির দরজায় এলোপাতাড়ি কুপিয়ে রেখে যায় দুর্বৃত্তরা। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নেয়ার পথে মারা যায় মানিক। বতর্মানে লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি।

ফাজিলপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিয়াজী জানান, মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। সে একজন সহজ-সরল মানুষ। তার সাথে কারো বিরোধ নেই। সে পেশায় একজন রংমিস্ত্রি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *