চেয়ারম্যান ছাড়াই যুবলীগের প্রেসিডিয়াম বৈঠক : ফারুক’র ভাগ্য নির্ধারন করবেন সভানেত্রী

নিউজ ডেস্কঃ
সংগঠনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ও আসন্ন সম্মেলনকে সামনে রেখে বৈঠকে বসেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্যরা। কিন্তু সভায় উপস্থিত ছিলেন না দলের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

শুক্রবার সকাল ১০টায় যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকটি শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ।

সংগঠনটির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন, শহীদ সেরনিয়াবাত, শেখ শামসুল আবেদীন, আলতাব হোসেন বাচ্চু, মো. সিরাজুল ইসলাম মোল্লা, মজিবুর রহমান চৌধুরী, মো. ফারুক হোসেন, মাহবুবুর রহমান হিরন, আবদুস সাত্তার মাসুদ, মো. আতাউর রহমান,

অ্যাডভোকেট বেলাল হোসাইন, আবুল বাশার, মোহাম্মদ আলী খোকন, অধ্যাপক এবিএম আমজাদ হোসেন, আনোয়ারুল ইসলাম, ইঞ্জিনিয়ার নিখিল গুহ, শাহজাহান ভুইয়া মাখন, ডা. মোখলেছুজ্জামান হিরু ও শেখ আতিয়ার রহমান দিপু।

বৈঠকে নেতৃবৃন্দ বলেন, দলের সার্বিক বিষয়ে আলোচনা হয়েছে। সম্মেলনের প্রস্তুতি নিতে উপকমিটি গঠনের সিদ্বান্ত হয়। তবে যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ভাগ্য নির্ধারনের দায়ীত্ব ভার প্রধানমন্ত্রী ও সাংগঠনিক নেত্রীর উপর ছেড়ে দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *