রামগড় ব্যাটালিয়ন ৪৩ বিজিবির ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | বাংলারদর্পন 

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির রমগড় ব্যাটালিয়ন সদর দপ্তরে বিভিন্ন অনুষ্ঠানিকতার মধ্যদিয়ে  বর্ডার গার্ড বাংলাদেশ এর ৪৩ ব্যাটালিয়নের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উজ্জাপন করা হয়।

এই উপলক্ষে প্রথমে ১৭তম প্রতিষ্টা বার্ষিকীর বিশাল আকারের কেক কেটান প্রধান অতিথি এর পর প্রীতিভোজ অনুষ্ঠানের মধ্যদিয়ে বৃহস্পতিবার  (১ আগস্ট) ব্যাটালিয়ন সদর দপ্তরে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়।

 

এ সময় রামগড় ৪৩ বিজিবি‘র জোন কমান্ডার লেঃ কর্ণেল তারিকুল হাকিম এর সভাপতিত্বে প্রীতিভোজ অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিন-পূর্ব রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার লেঃ কর্ণেল আমিনুল ইসলাম শিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,

৪৩ বিজিবির প্রাক্তন লেঃ কর্ণেল মোঃ নুরুজ্জামান, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুবায়েত মাহমুদ হাসিব, যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হক, পলাশপুর জোন অধিনায়ক লেঃ কর্ণেল সাইফুল্লাহ মিরাজুল ইসলাম, গুইমারা সেক্টরের জিটুআই মেজর হামিদুল হক, রামগড় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ ফরহাদ,  রামগড় পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান কাজী রিপন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো: আবদুল হান্নান।

 

রামগড় জোন উপ-অধিনায়ক মেজর হুমায়ুন কবির এর সঞ্চালনায় এসময় সরকারী-বেসরকারী ও সামরিক উচ্চপদস্থ কর্মকর্তা, স্থানীয় সাংবাদিকসহ ৪৩ বিজিবির সদস্যরা প্রীতিভোজ অনুষ্ঠানে অংশ গ্রহন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *