জহিরুল ইসলাম জাহাঙ্গীর :
গত কয়েকদিনের ভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী অংশে মুহুরী নদী ভাঙ্গনের ফলে প্লাবিত হয় প্রায় ৬টি গ্রাম।
তার মাঝে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর শ্রীপুর নাপিত কোনা , ঘনিয়া মোড়া ,দৌলতপুর গ্ৰাম ।
এ এলাকা গুলোর কাঁচা পাকা ঘর-বাড়ি ও মাছের ঘের সহ মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।
ক্ষতিগ্রস্থ পরিবারকে সরজমিনে দেখতে আসেন বৃহস্পতিবার দুপুরে ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান। উক্ত পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন চৌধুরী, ফুলগাজী উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি সাবিনা ইয়াসমিন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক উপজেলা নির্বাহী অফিসারকে ঘরবাড়ি ক্ষতিগ্রস্থদের সঠিক নিরূপণ করে তাদের প্রয়োজনীয় বাসস্থান সহ অন্যান্য সহযোগিতার জন্যে হাদেস প্রদান করেন।
এছাড়া বানভাসি মানুষদের মাঝে ত্রাণ অব্যাহত রাখার জন্য বলেন।