মানুষকে অপরাধ করার সুযোগ তৈরি করতে দেয়া যাবে না – ব্যারিস্টার সুমন

নিউজ ডেস্কঃ

ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেনকে অবশেষে রবিবার শাহবাগ থেকে গ্রেপ্তার করা হয়েছে। সাইবার ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর থেকে ২০ দিন ধরে পালিয়ে ছিলেন তিনি।

 

সোমবার বেলা ২টার দিকে তাঁকে সাইবার আদালতে তোলা হয়। সেখানেই তাঁর জামিন আবেদন করেন আইনজীবীরা। তবে শুনানি শেষে তাঁর জামিন নামঞ্জুর করেন আদালত। তাঁকে এরপর কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

 

সোনাগাজীতে হত্যাকাণ্ডের শিকার মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলার আসামি ওসি মোয়াজ্জেম হোসেন।

 

ওসি মোয়াজ্জেমকে গ্রেপ্তারের পর মামলার বাদি ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন আদালত প্রাঙ্গন থেকে তার ফেসবুক পেজে লাইভ করেন। ওসি মোয়াজ্জেমের গ্রেপ্তারকে তিনি ‘অত্যন্ত খুশির খবর’ বলে অভিহিত করে প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন, পিবিআইকে ধন্যবাদ জানান। এর পর তিনি তার ফলোয়ারদের উদ্দেশ্যে কিছু কথা বলেন। দেশের সবাইকে যার যার জায়গা থেকে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তুলতে বলেছেন।

 

 

ফলোয়ারদের উদ্দেশ্যে ব্যারিস্টার সুমন বলেন, যে কথাটি আপনাদেরকে বলতে চাই, আমাকে যারা ফলো করেন। দেখেন, আমি বাদি হয়েছি ফেনীর একটি মামলায়। কিন্তু আমার নিজের বাড়ি হবিগঞ্জ। আমি বিশ্বাস করি, অন্যায় যে জায়গায় হোক না কেন আপনি আপনার জায়গায় থেকে আওয়াজ তোলেন।

 

তিনি বলেন, এক সময় হবিগঞ্জের আওয়াজ, চট্টগ্রামের আওয়াজ, রাজশাহীর আওয়াজ, বরিশালের আওয়াজ যদি এক জায়গায় হয় তাহলে মানুষ অপরাধ করে পার পাবে না। মানুষকে অপরাধ করার সুযোগ তৈরি করতে দেয়া যাবে না। মনে করার কারণ নাই, অন্য জায়গায় অপরাধ হচ্ছে আর আমার এলাকায় অপরাধ হবে না বা আমি তো বেঁচে গেছি- এভাবে চিন্তা করলে দেশটাকে আগানো যাবে না। যদি বঙ্গবন্ধুর সোনার বাংলা বানাতে হয়, তাহলে সোনার মানুষ চাই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *