মুক্তিযোদ্ধা নুরুল আবছার হত্যাকান্ড : চার্জশিট গ্রহন করেছে আদালত | বাংলারদর্পন

ফেনী প্রতিনিধি :

ফেনীর সোনাগাজী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আবছার হত্যা মামলার চার্জশিট গ্রহন করেছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেনের আদালত।

বাদী পক্ষের আইনজীবি জাহাঙ্গীর আলম নান্টু বাংলারদর্পনকে বলেন, মঙ্গলবার (১৮জুন) দীর্ঘ শুনানীর পর আদালত চার্জশিট গ্রহন করেন এবং পলাতক আসামি রাজাকার শাহজাহান আকবরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, ১৯৭১ সালের ১১ ডিসেম্বর সোনাগাজী থানার ভেতরে বন্দি রাজাকার শাহ জাহানকে বাঁচাতে এফএফ ফোর্সের কমান্ডার নুরুল আবছারকে খুন করে দুর্বৃত্তরা। ২০১৭সালে হত্যাকান্ডের বিষয়ে ধারাবাহিকভাবে অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হয় বাংলারদর্পন, সাপ্তাহিক ফেনীর ডাক ও শহীদ নুুরুল আবছার স্মরনিকায়।

এ ঘটনায় গত ২০১৭ সালের ১৩ এপ্রিল মুক্তিযোদ্ধা নাছির উদ্দিন আহমেদ, মোশারফ হোসেন, আবুল কাশেম ও রাজাকার শাহজাহান আকবরকে আসামি করে  ফেনী আদালতে মামলা দায়ের করেন কমান্ডার  নুরুল আবছারের ভাই গোলাম কিবরিয়া বাবুল। গত ২০১৭ সালের ১৩ ডিসেম্বর আসামি নাছির উদ্দিন আহমেদ, মোশারফ হোসেন ও আবুলকাশেম আদালতে আত্মসমর্পন করেন এবং ১৪ দিন কারাভোগের পর ২৭ ডিসেম্বর মুক্তি পান। তবে মামলা দায়েরের পর থেকে রাজাকার শাহ জাহান আকবর পলাতক রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *