ফেনী প্রতিনিধি :
স্বাস্থ্যসেবা খাতে অনিয়মের বিরুদ্ধে ফেনী শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকের বিরুদ্ধে আজ (২১ সেপ্টেম্বর, ২০১৭) দিনভর মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
তিনি জানান, ট্রাংক রোডের নিরাময় মেডিক্যাল সেন্টারে গিয়ে দেখা যায়, ডা. মো: মিজানুর রহমান এফসিপিএস পাস না করা সত্তেও এফসিপিএস পদবী ব্যবহার করছেন। এক্স রে রুমে নেই কোন সিলিং। এক্সরে ব্যবহারের লাইসেন্স নেই। এ সকল নানা অনিয়মের মাধ্যমে সেবাগ্রহীতার স্বাস্থ্যহানি ঘটানোর সম্ভাবনা থাকায় প্রতিষ্ঠানটির মালিক সাহাব উদ্দিনকে ১০০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
শহরের জহিরিয়া মসজিদ সংলগ্ন এসএসকে রোডে কমপেক্ট হেলথ কেয়ার এন্ড ডায়াগনস্টিকে প্যাথলজি রিপোর্ট দেখা যায় এডভান্সড সাইন। এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জনাব শাহ জামাল খানকে ১০,০০০/- টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
লাইফ ডেন্টাল কেয়ারের পরিচালক জনাব এমদাদুল হক রাজীব নিজেই ডাক্তার সেজে দেখছিলেন রোগী। মোবাইল কোর্ট টিম সেখানে গেলে রোগীসহ সরাসরি পাওয়া যায় ভুয়া ডাক্তার। তিনি ৩০০ টাকা ভিজিটও আদায় করেন। এমদাদুল হক রাজীবকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন আদালত।
এছাড়া ই-স্কয়ার ল্যাবকে এক্সরে যন্ত্রের লাইসেন্স না থাকায় ৪০,০০০/, নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স ও মূল্যতালিকা না টানানোর অপরাধে ১০,০০০/-, আল-কেমী হাসপাতালের লাইসেন্স না থাকার অপরাধে ২০,০০০/-, আল বারাকা হাসপাতালকে লাইসেন্স না থাকার অপরাধে ২০,০০০/- ও হায়দার প্রাইভেট হাসপাতালের সালেহ উদ্দিন হায়দারকে ৩০ শয্যার হাসপাতালকে ৩১ বানানো, ক্লিনিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় অবহেলা ও লাইসেন্স না থাকার কারণে ৫০,০০০ / টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।
এ সময় সিভিল সার্জন কার্যালয়ের ডা. সাইফুর রহমান ভূইয়া উপস্থিত ছিলেন।