মো.আব্দুর রহিম বাবলু,কুমিল্লা প্রতিনিধি :-কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবীদ্বার উপজেলার সংচাইল এলাকায় গুলিবিদ্ধ এক অজ্ঞাত যুবক(২৬)’র লাশ উদ্ধার করেছে দেবীদ্বার থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টায় দেবীদ্বার থানাপুলিশ ওই লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে প্রেঢ়ন করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে সংচাইল প্রভাতী ফিসারীরর পূর্বদিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশে বুকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা ওই যুবকের লাশ দেখতে পেয়ে দেবীদ্বারথানা পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে দেবীদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার (এ,এস,পি) শেখ মোহাম্মদ সেলিম ও দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেন এবং লাশ উদ্ধারপূর্বক ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে প্রেঢ়ন করেছে।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান বলেন, অজ্ঞাতযুবক(২৬)’র পরিচয় পাওয়া যায়নি, স্থানীয় শত শত দর্শকও তার পরিচয় দিতে পারেনি। যুবকটির বুকের বাম পাশে একটি গুলিবিদ্ধ দেখা যায়। তার মুখে দাড়ি-গোফ এবং খালি গায়ে, পড়নে কালো টাউজার ও শর্টপ্যান পরিহিত অবস্থায় পাওয়া যায়। এ হত্যাকান্ডের বিষয়ে তদন্ত চলছে, লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।