রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:
জেলার রামগড়ে দুই শিলং জুয়াড়ীকে জেল হাজতে পাঠিয়েছে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমান আদালত ।
পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেল ৫টার সময় রামগড় পৌরএলাকার সিনামাহল বাজারে শিলং জুলা খেলার সময় হাতেনাতে দুই জুয়াড়ীকে আটক করে। আটককৃতরা হলেন, মো: আরিফ হোসেন (২৫) পিতা মো: আবদুস ছোবহান ও বাবুল চন্দনাথ (২৪) পিতা মৃত নিন্তাহল নাথ উভয়ের বাড়ি পৌরসভার গর্জনতলী এলাকায়।
পরে আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে ইসরাত এর ভ্রাম্যমান আদালত শিলং (জুয়া খেলা) খেলিয়া বংগীয় প্রকাশ্য জুয়া আইন ১৮৬৭ এর ধারা ৪ এর অপরাধে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
অভিযান ও আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ
তারেক মোহাম্মদ আবদুল হান্নান সহ রামগড় থানা পুলিশের অফিসার ফোর্স ।