ক্রীড়া প্রতিবেদকঃ
শেষের ওভারগুলোতে দ্রুত রান সংগ্রহ করে দক্ষিন আফ্রিকার ব্যাটসম্যানদের দিকে ৩৩১ রানের টার্গেট ছুড়ে দিয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা।
মুশফিকের ৭৮, সাকিবের ৭৫ ছাড়াও ওপেনার সৌম্যের ৩০ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসে বড় সংগ্রহের দিকেই এগিয়ে যাচ্ছিলো বাংলাদেশ। শেষের দিকে মোসাদ্দেক ২০ বলে ২৬ রানের দারুন ইনিংস খেলে আউট হলেও মাহমুদুল্লাহ রিয়াদ অপরাজিত থাকেন ৩৩ বলে ৪৬ রান করে। এছাড়াও মিঠুনের ২১ ও তামিমের ১৬ পানে ভর করে
নির্ধারিত ৫০ ওভারে শেষে ৬ উইকেটের বিনিময় ৩৩০ রান সংগ্রহ করে বাংলাদেশ।
এর আগে ৪৮ তম ওভারের শেষ বলে রিয়াদের ব্যাট থেকে ৩ রান আসার মধ্য দিয়ে ৩০০ রানের মাইলফলক স্পর্ষ করেছিলো বাংলাদেশ। ৪৮ ওভার শেষে স্কোর ছিলো ৩০২।
আজকের ম্যাচে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে বিশ্বকাপে নিজেদের সেরা জুটি পেয়েছে বাংলাদেশ। গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহর সঙ্গে মুশফিকের ১৪১ রানের জুটি ছিল আগের সেরা। এবার মুসফিক সাকিব জুটি করলেন ১৪২ রান। দারুণ জুটিতে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম। ৩২তম ওভারের শেষ বলে দলকে নিয়ে গেছেন দুইশ রানে। ষোড়শ ওভারের শেষ বলে একশ ছুঁয়েছিল বাংলাদেশের স্কোর। ৩২ ওভার শেষে বাংলাদেশের স্কোর ছিলো ২০০/২।
খেলার শুরুতে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার কাছে চলে হেরে ব্যাটিং করতে নামে। টসে জিতে ফিল্ডিং নেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফাফ ডু প্লেসিস। রোববার (০২ জুন) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায় ওভালে শুরু হয় ম্যাচটি।