ফেনী প্রতিনিধি :
ফেনীর নবাগত পুলিশ সুপার এসএম জাহাঙ্গীর অালম সরকারের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন ফেনী জেলা মুক্তিযুদ্ধ প্রজন্মলীগের সভাপতি ও ফেনী-৩ অাসনের সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর বিশেষ সহকারী হাজী খোকন।
বৃহস্পতিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাক্ষাতকালে পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান এবং ফেনীর অাইনশৃঙ্খলা বিষয়ে অালাপ করেন তিনি। এসময় অারো উপস্থিত ছিলেন, চর দরবেশ ইউনিয়ন অা’লীগের যুগ্ন সম্পাদক নাজির অাহম্মদ বেলাল, যুবলীগ নেতা বেলায়েত হোসেন রিপন, ওমর কাউছার প্রমুখ।