বৈশ্বিক শ্রেষ্ঠত্বের পথে কাগতিয়া মাদরাসা -সালানা জলসায় সাংসদ ফজলে করিম চৌধুরী

মোঃ আলাউদ্দীন :

আলহাজ্ব এ.বি.এম. ফজলে করিম চৌধুরী, এমপি বলেন, রাউজানে প্রায় বাইশটি কামিল মাদরাসা রয়েছে কাগতিয়া মাদরাসায় এসে যা দেখলাম এতে আমি অভিভূত। এ মাদরাসার সাথে অন্য কোন মাদরাসার তুলনা হয় না। যে কোন মাদরাসার চেয়ে এ মাদরাসা সহ¯্রগুন এগিয়ে। মাদরাসায় অত্যাধুনিক কম্পিউটার ল্যাব, বিশ^মানের গ্রন্থাগার, আর্ন্তজাতিক মানের সম্মেলন কক্ষ রয়েছে যা অন্য কোন প্রতিষ্ঠানে আমার চোখে পড়েনি। হযরত গাউছুল আজমের ত্যাগ তীতিক্ষার বিনিময়ে এ মাদরাসার এত উন্নতি। তাঁরই ধারাবাহিকতায় উনার একমাত্র প্রতিনিধি মাদরাসাকে যেভাবে পরিচালিত করছেন এ মাদরাসা একদিন বিশে^র বুকে অন্যতম শ্রেষ্ঠ মাদরাসায় পরিণত হবে। অত্র মাদরাসার ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার গভীর সমন্বয় উপলব্ধি করে প্রধান অতিথি মাদরাসার অধ্যক্ষ মহোদয়ের ভূঁয়সী প্রশংসা করে বলেন, তিনি একজন সুদক্ষ প্রশাসক এবং আধুনিক দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলতে এমন উদার দ্বীনি মনোভাবাপন্ন আধ্যাত্মিক মনীষীর একান্ত প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি গতকাল (২৩ মার্চ) শনিবার চট্টগ্রামের ঐতিহ্যবাহী কাগতিয়া এশাতুল উলুম কামিল এম. এ. মাদরাসার ৮৭তম সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের সিনেট সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল মনছুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সালানা জলসায় বিশেষ অতিথি ছিলেন চুয়েট নিউক্লিয়ার ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তাজুল ইসলাম, সন্দ্বীপ সরকারি কলেজের অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম, গাছবাড়িয়া কলেজের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মোহাম্মদ কামরুল ইসলাম, উত্তর গুজরা বায়তুল উলুম সিনিয়র মাদরাসার অধ্যক্ষ আল্লামা আজিজুল হক আল কাদেরী, ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন মোহাম্মদ আরিফ (বি.এ.), ইউপি চেয়ারম্যান সুকুমার বড়–য়া, প্যানেল মেয়র আলহাজ¦ বশির উদ্দীন খান, জমির উদ্দীন পারভেজ, মুহাম্মদ ইয়াছিন চৌধুরী (সিআইপি), ইউপি চেয়াম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল, আওয়ামীলীগ নেতা কামরুল ইসলাম বাহাদুর, ইরফানুল চৌধুরী, এডভোকেট দীপক দত্ত, প্রমূখ। এছাড়া রাউজান আওয়ামীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন হযরতুলহাজ্ব আল্লামা মুফতি মুহাম্মদ ইব্রাহিম হানফি, হযরতুলহাজ্ব আল্লামা মুফতি আনোয়ারুল আলম ছিদ্দিকী, হযরতুলহাজ্ব আল্লামা এমদাদুল হক মুনিরী, মাওলানা মুহাম্মদ রিদুয়ানুল হক ও মাওলানা মুহাম্মদ সেকান্দর আলী।

এদিকে ৮৭তম সালানা জলসা উপলক্ষে অর্ধকিলোমিটার জুড়ে সাজ সাজ রব বিরাজ করছিল। ভাসমান দোকানীরা পসরা সাজিয়ে বেচাবিক্রী করতে দেখা যায় প্রতি বছরের ন্যায়। সভা উপলক্ষে বিশাল আয়তনের মাদরাসা ভবনকে সাজসজ্জিত করা হয়েছে। মাহফিলে বিভিন্ন ওলামায়ে কেরামের বয়ান শুনে অনেকে নিজের আবেগকে ধরে রাখতে পারেননি। হাজার হাজার মানুষের উপস্থিতিতে কাগতিয়া মাদরাসাসহ আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। জলসা শেষে মিলাদ-কিয়াম-মুনাজাতে মাদ্রাসার উত্তোরোত্তর উন্নতি ও প্রধান পৃষ্ঠপোষক কাগতিয়ার গাউছুল আজম রাদ্বিয়াল্লাহু আন্হু’র ফুয়ুজাত কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *