সাতক্ষীরার কলারােয়ায় দুই প্রার্থীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে আহত ৮ | বাংলারদর্পন

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:

নৌকা ও আনারস প্রতীক সমর্থিত আওয়ামী লীগ নেতা কর্মীদের সংঘর্ষে আটজন আহত হয়েছে। শনিবার বিকালে সাতক্ষীরার কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

কলারোয়া উপজেলা নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদে প্রতিদ্বদ্বিতাকারী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লাল্টু জানান, বিকাল ৩টার দিকে কলারায়োর তুলসিডাঙ্গা এলাকার আনারস সমর্থক বাবুকে হুমকি প্রদর্শন করে নৌকা প্রতীকের প্রার্থী ফিরোজ আহমেদ স্বপনের লোকজন। পরবর্তীতে সাড়ে ৩টার দিকে তাকে সাহস যোগানোর জন্য আমার সমর্থক মৃত কওছার উদ্দীনের ছেলে যাবির রায়হান লাকি, রবিউল, মোজাফফর সেখানে গেলে স্বপনের সমর্থক গোলাম নবীর ছেলে মানিক, স্বপনের শ্যালক মোসলম এর ছেলে বিপ্লব, তুহিন, বুলবুলসহ কয়েকজন ব্যক্তি রাম দা ও লোহার রড নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়। এতে তারা গুরতর আহত হয়। আহতদের মধ্য লাকি ও রবিউলের অবস্থা আশংকাজনক।

অন্যদিকে শনিবার রাত ৮টার দিকে নৌকা প্রার্থী ফিরোজ আহম্মদ স্বপন জানান, ২০০২ সালের ৩০ আগষ্ট কলারোয়ায় প্রধানমন্ত্রীর গাড়ি বহরে হামলা মামলার বাদি মোসলম কমান্ডারের ছেলেও নৌকার প্রার্থী স্বপনের শ্যালক বিপ্লব, নাহিদ, বুলবুলসহ কয়েকজন ব্যক্তি নৌকার পক্ষে মানুষের কাছে ভোট প্রার্থনা করছিলেন। এসময় স্হানীয় জামায়াত বিএনপি নেতাকর্মী ও প্রধানমন্ত্রীর গাড়ী বহর হামলা মামলার আসামী যাবির রায়হান লাকি, মানিক, রবিউল, লাল্টুর ছেলে আশিকসহ কয়েকজন ব্যক্তি তাদের উপর হামলা করে। এতে বিপ্লব, মানিক, তুহিনসহ ৪ জন গুরুতর আহত হয়। তাদের কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

জানতে চাইলে কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরজ্জামান  জানান, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল ও জেলা পুলিশ সুপার সাজ্জাদুর রহমান উভয়পক্ষকে ডেকে মীমাংসা করে দেওয়ায় কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ করেনি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *