নওগাঁয় দৈনিক গনমানুষের আওয়াজ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত | বাংলারদর্পন

সুবীর দাস, নওগাঁ প্রতিনিধি :  আলোচনা সভা, কেক কাটা ও র‌্যালীর মধ্যে দিয়ে নওগাঁয় দৈনিক গনমানুষের আওয়াজ পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টায় শহরের ঐতিহ্যবাহী প্যারীমোহন সাধারণ গ্রন্থাগার হল রুমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ন-মহাসচিব অ্যাড. তোফাজ্জল হোসেন। 

নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাড. শহীদ হাসান সিদ্দীকী স্বপনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ইফতারুল ইলাম বকুল, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এস.এম আজাদ হোসেন মুরাদ, নওগঁ সদর মডেল থানার উপ-পরিদর্শক আব্দুল হানিফ।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, দৈনিক গনমানুষের আওয়াজ পত্রিকার নওগাঁ জেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম মিন্টু,দৈনিক মাতৃজগত ও স্বাধীন বাংলা পত্রিকার প্রতিনিধি সুবীর দাস, দৈনিক যুগান্তরের নওগাঁ জেলা প্রতিনিধি আব্বাস আলী, বৈশাখী টেলিভিশন ও বণিকবার্তর প্রতিনিধি এবাদুল হক, বাংলা টেলিভিশন ও আজকালের খবরের প্রতিনিধি আশরাফুল নয়ন, প্রতিদিনের সংবাদের রিফাত হোসাইন সবুজ, জয়যাত্রা টেলিভিশনের প্রতিনিধি ফারমান আলী, ৭১নিউজ টিভি ও দৈনিক তৃতীয় মাত্রার প্রতিনিধি আব্দুল মান্নান, দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি রুহুল আমিন প্রমূখ।

এসময় বক্তারা দৈনিক গনমানুষের আওয়াজ পত্রিকার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা ও পত্রিকার উত্তোর উত্তোর সমৃদ্ধি কামনা করেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *