দ্রুত চালু করে সাতক্ষীরাবাসীর উন্নত স্বাস্থ্যসেবা দেওয়া হবে-এমপি রবি | বাংলারদর্পন 

শেখ আমিনুর হোসেন, সাতক্ষীরা ব্যুরো চীফ:

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে হাসপাতালের সভা কক্ষে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় এমপি রবি বলেন, জননেত্রী শেখ হাসিনার দেওয়া উপহার এই সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতাল।

 

এই হাসপাতালটি এখনও সম্পুর্ন্ন রুপে চালু হয়নি। তবে দ্রুত চালু করে সাতক্ষীরাবাসীর উন্নত স্বাস্থ্যসেবা দেওয়ার ব্যবস্থা করতে হবে। আমার সাতক্ষীরার অসহায় মানুষ যেন টাকার অভাবে বিনা চিকিৎসা মারা না যায় এবং চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয়। সাতক্ষীরার মানুষের উন্নত স্বাস্থ্যসেবা দিতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল অগ্রণী ভূমিকা রাখবে।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভায় সার্বিক স্বাস্থ্য সেবা উন্নয়ন বিষয়ে বক্তব্য রাখেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইলতুৎমিশ, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. রফিকুল ইসলাম, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল তত্বাবধায়ক ও স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ডা. শেখ শাহ্জান আলী, সাবেক সাংসদ ডা. মোখলেছুর রহমান, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপ্পি, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডা.এস.জেড আতিক, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা. কাজী আরিফ আহমেদ, বিএমএ’র জেলা সভাপতি ডা. আজিজুর রহমান, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক হারুন অর রশীদ, এ্যাড. ফারুক হোসেন, তালা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দিন, উপ-সহকারি প্রকৌশলী আমিনুর রহমান প্রমুখ।

 

এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা তাঁতীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি মীর আজহার আলী শাহিনসহ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ। মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের সার্ভিস ইঞ্জিনিয়ার খন্দকার আরিফুর রায়হান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *