নিউজ ডেস্কঃ
নিরাপদ সড়ক আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী কর্তৃক প্রণিত ৮ দফা পেশ করা হলো। তা প্রশাসনের অতিসত্বর বাস্তবায়ন করতে হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা ।
১. অবিলম্বে আবরার হত্যার বিচার করতে হবে এবং সেই সাথে দ্রুত পরিবহণ আইন সংস্কার করতে হবে।
২. প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানের সামনে অতি দ্রুত ফুট ওভার ব্রিজ এবং স্পিড ব্রেকার নির্মান করতে হবে।
৩. সকল ফুটপাত দখলমুক্ত করে সাধারণ জনগনের নির্ভীগ্নে চলাচল নিশ্চিত করতে হবে।
৪. সকল শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া নিশ্চিত করতে হবে সেই সাথে সিটিং সার্ভিস নামক সকল প্রকার ভণ্ডামি বন্ধ করতে হবে।
৫. দেশের সর্বত্র নিদিষ্ট গতিসীমার মধ্যে গাড়ি চলাচল নিশ্চিত করতে হবে এবং প্রতিটি স্টপেজে বাস থামানো নিশ্চিত করতে হবে।
৬. প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে সি সি ক্যামেরার মাধ্যমে গাড়ি চলাচলের নজরদারি এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৭. প্রতিমাসে ড্রাইভারদের গাড়ি লাইসেন্স এবং গাড়ির ফিটনেস চেক করতে হবে সেই সাথে প্রত্যেক গাড়ি চালকের সর্বনিম্ন এস এস সি বা সমমান শিক্ষা যোগ্যতা নিশ্চিত করতে হবে।
৮. অতিসত্বর ট্রাফিক আইনের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।
এবং সেই সাথে নিরাপদ সড়ক আন্দোলনে শুধুমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৩ দফা দাবী পেশ করা হলো:-
১. অতিসত্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাসের ডাবল ট্রিপ চালু করতে হবে।
২. ভার্সিটির গেইটের সামনে অতি দ্রুত ফুট ওভারব্রিজ নির্মাণ করতে হবে।
৩. ভার্সিটির সেকেন্ড গেইট হতে লেগুনা স্ট্যান্ড অপসারণ করতে হবে।
অতিদ্রুত এসকল দাবী এবং আইনের বাস্তবায়ন দেখতে চায় আন্দোলনকারি শিক্ষার্থীরা ।