ফুলবাড়ী সীমান্তে বিএসএফ-কে চোরাইকৃত গরু ফেরত দিল বিজিবি | বাংলারদর্পন

রতি রায়, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তের ওপার থেকে চুরি করে আনা গরু পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফ-কে ফেরত দিয়েছে বিজিবি।
সীমান্তবাসী ও বিজিবি সুত্রে জানা গেছে,গত শুক্রবার রাতে উপজেলার সীমান্তবর্তী গোরকমন্ডল গ্রামের চার যুবক সীমান্ত পেরিয়ে ভারতের কোচবিহার জেলার দিনহাটা থানার খারিদা হরিদাস  গ্রামের আকবর আলীর ছেলে মফিজ উদ্দিনের বাড়ী থেকে একটি গরু চুরি করে বাংলাদেশে নিয়ে আসে। বিষয়টি বিএসএফ  বিজিবিকে জানালে অনুসন্ধান চালিয়ে মঙ্গলবার রাতে গরুটি  উদ্ধার করে বিজিবি।
এব্যাপারে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়  বুধবার সকালে সীমান্তের ৯২৯/৫ নম্বর পিলারের নিকট। বৈঠকে নেতৃত্ব দেন বাংলাদেশের লালমনিরহাট ১৫ বিজিবি’র শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম ও ভারতের ৩৮ বিএসএফের কোচবিহার জেলার খারিদা হরিদাস বিএসএফ  ক্যাম্পের ইন্সপেক্টর বিপি সিং।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের শিমুলবাড়ী কোম্পানী
কমান্ডার সুবেদার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *