রামগড়ে চেয়ারম্যান বিশ্ব ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান ফারুক ও হাসিনা নির্বাচিত | বাংলারদর্পন 

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বিশ্ব প্রদীপ কারবারি নৌকা প্রতীক নিয়ে ১৬ হাজার ১শ ২৯ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি আবু বকর ছিদ্দিক আনারস প্রতীক ননিয়ে পেয়েছেন ২ হাজার ১শ ২০ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে মো: আনোয়ার ফারুক টিয়াপাখি প্রতীক নিয়ে ৯ হাজার ৮শ ১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধি কাজী মো: জিয়াউল হক তালা প্রতীক নিয়ে পেয়েছেন ৮ হাজার ৯৭ ভোট।

 

নারী ভাইস চেয়ারম্যান পদে হাসিনা আক্তার কলস প্রতীক নিয়ে ৯ হাজার ৯৫ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার ননিকটতম প্রতিদ্বন্ধি নাছিমা আহসান প্রজাপতি প্রতীক নিয়ে পেয়েছেন ৮হাজার ৩শ ৩৭ ভোট।

 

রামগড় উপজেলার দুইটি ইউনিয়ন ও একটি পৌরসভার ৩৮ হাজার ৫শ ৭০ জন ভোটার রামগড়ের অভিভাবক নির্বাচনে ভুমিকা রাখেন। এরমধ্যে পুরুষ ভোটার ১৯ হাজার ৭শ ৫৯ জন ও নারী ভোটার ১৮ হাজার ৮শ ১১ জন। এবারের নির্বাচনে ১৬টি ভোট কেন্দ্রের ৮৭টি ভোট কক্ষে ভোট গ্রহন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *