চাঁদার জন্য স্বদলীয়রা পিটিয়েছে, উদ্ধার করেছেন জামায়াতকর্মীরা

ফেনী :
ফেনী সদর উপজেলা ধলিয়া ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামকে পিটিয়েছে স্বদলীয় ৪ নেতাকর্মী। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই চার জনের বিরুদ্ধে ফেনী মডেল থানায় মামলা করেছেন ভূক্তভোগী শ্রমিক নেতা ও ঠিকাদার।

ঘটনার পর থেকে আসামিরা পলাতক হওয়ায় কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছেন ওসি শামসুজ্জামান।

 

জানাগেছে, জেলার ধলিয়া ইউনিয়নের বাগেরহাট গ্রামের আবুল হোসেনের ছেলে সিরাজুল ইসলাম ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক। তিনি পেশায় রাজ-ঠিকাদার। ভবন নির্মান কাজের সর্দারের কাজ করে থাকেন। বর্তমানে ধলিয়ায় তার তিনটি নির্মাণকাজ চলছে। এসব কাজ নিয়ে স্থানীয় ঠিকাদার বাহারের সাথে তার দ্বন্ধ চলছে।

 

সম্প্রতি বাগেরহাটে দেশীয় তৈরি একটি বন্দুক দেখিয়ে সিরাজের কাছে চাঁদাদাবি করে ইউনিয়ন স্বেচ্চাসেবকদল দলের সেক্রেটারি প্রার্থী মোহাম্মাদ রাজিব ও ওয়ার্ড বিএনপির সদস্য ফারুক হোসেন।

 

দাবিকৃত চাঁদা না দেওয়ায় বৃহস্পতিবার বিকালে তাকে বাগেরহাট বাজারে আগ্নেয়াস্ত্র দিয়ে পিটিয়ে জখম করে ফারুক, রাজিব ও তাদের সহযোগী স্বেচ্চাসেবকদলকর্মী মুন্সি এবং আবছার উদ্দিন। ঘটনাস্থল থেকে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ইউনিয়ন জামায়াত নেতা আমির হোসেন ও তার কর্মীরা ।

 

ভুুক্তভোগি সিরাজুল ইসলাম বলেন, চাঁদাদাবি হত্যাচেষ্টার ঘটনায় রাতে ওই চারজনের নামে থানায় মামলা করেছি। এতে ক্ষিপ্ত হয়ে মধ্যরাতে আমার বাড়িতে বোমা বিষ্ফোরণ ও অস্ত্রের মহড়া দেয় রাজিব ও ফারুকের ছেলে বাবু । তাৎক্ষণিক তিনি ত্রিপল নাইনে ফোন দিলে ফেনী থানার এসআই আনোয়ার হোসেন বাড়িতে আসলে, পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়।

 

অভিযুক্ত সেচ্ছাসেবকদল নেতা রাজিব বলেন, সিরাজ একজন চাঁদাবাজ। এজন্য তাকে শিক্ষা দেওয়া দরকার ছিল। গ্রামবাসী তাকে পিটিয়েছে।

এ ব্যপারে ধলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ফোরকান বলেন, সিরাজ অভিযোগ দিয়েছিল। উভয়পক্ষকে শান্ত থাকতে বলেছি।

ফেনী মডেল থানার ওসি শামসুজ্জামান বলেন, চাঁদাদাবি ও হামলার ঘটনায় জড়িত চারজনের নামে মামলা করেছেন ভুুক্তভোগি। ঘটনার পর থেকে এজাহারনামীয় আসামিগণ পলাতক রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *