ফেনী :
ফেনীর দাগনভূঞায় গরু চুরির মামলায় পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ককে গ্রেফতার করেছে পুলিশ। ২২ অক্টোবর, বুধবার ভোরে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিকালে একটি চুরির মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
জানাগেছে, গত সোমবার দাগনভূঞায় তিনটি গরুর চুরির ঘটনায় তার সম্পৃক্ততা মিলেছে। এ ঘটনায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার নাম মো. আলাউদ্দিন (৪০)।
সে দাগনভূঞা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও পৌরসভার আলাইয়ারপুর গ্রামের বাসিন্দা।
মিথ্যা মামলায় ফাঁসানো অভিযোগ করে মুক্তি চেয়েছেন তার স্ত্রী শিরিন আক্তার।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ জানান, আলাউদ্দিনের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ ও দাগনভূঞা থানায় তিনটি গরু চুরির মামলা রয়েছে।
সে একজন চিহ্নিত চোর। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে।